Monday 20 February 2017

সকাল বেলায় ভুল হলে সারাদিনই ভুল হয় কেন?

আশ্চর্য জনক মনে হলেও সত্যিই
সকালে ভুল হলে সারাদিন ভুল হয়।
কিন্তু কেন?
আমরা সাধারণত ভুল করি মনের
অস্থিরতা বা অন্যমনস্কতার জন্য। মন
বিশ্রাম পেলে মনের একাগ্রতা বাড়ে।
ফলে ভুল ও কম হয়। এখন আমরা
যখন সকালে ঘুম থেকে উঠি, তখন
স্বভাবতই আমাদের মন থাকে ধীর,স্থির
ও উদ্যমী। কারণ দিনের সমস্ত শ্রান্তি,
ক্লান্তি দূর হয়ে যায় রাত্রির ঘুমে। ফলে
সকালের দিকে ভুল হওয়ার সম্ভবনাও
প্রায় থাকে না বললেই চলে।

কিন্তু সকালের দিকেই যদি ভুল হয় তবে
জানতে হবে যে সারারাত্রির ঘুমের পরেও
মন শান্ত বা স্থির হয় নি। ফলে ভুল
হচ্ছে। আর যেহেতু সারারাত্রির বিশ্রামেও
মন শান্ত হয় নি। সেজন্য সারাদিনেও মন
শান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ফলে
সারাদিন ভুল হওয়ার সম্ভাবনা থাকে।

No comments:

Post a Comment