Saturday 18 February 2017

সব ভূত ই সাদা কাপড় পরে কেন?

প্রথমে ভূত আছে কিনা সেটাই একটা বিতর্কিত বিষয়।
যাক সে কথায় যাব না, কথা হল এই যে সিনেমা বা
গল্প যেখানেই ভূতের কথা আসে ভূত সাদা শাড়ি বা
কাপড় পরে থাকে। শুধু সাদা কাপড় ই কেন?
আসলে কয়েকশো বছর ধরে ভূতদের সাদা কাপড়
দিয়েই বর্ণনা করা হয়। কারণ প্রাচীন কাল থেকেই
মৃতদেহ যখন কাফন বন্দি বা সমাধিস্থ করা হয়
তখন মৃতদেহের গায়ে সাদা কাপড় জড়ানো হত, তাই
যেহেতু মৃত্যুর পরে মানুষটির উপর শুধু সাদা কাপড়
জড়ানো ছিল তাই সেই মানুষটি যদি ভূত হয়ে কোনোদিন
ফিরে আসে তাহলে সে সেই সাদা কাপড় পরেই ফিরে
আসবে এই ধারনা তখনকার মানুষের মনে জন্মায়।
তাই প্রাচীন কাল থেকেই ভূতেদের সাদা কাপড় পরে
বর্ণনা করা হয়। তাই হয়তো এই একই কারণে এখনো অনেকে সাদা কাপড় পরেই ভূত দেখে।
আদৌ কী ভূত দেখতে পাওয়া যায়? #ভাবার বিষয় 😝 মৃতদেহটি লাল কাপড় দিয়ে জড়িয়ে সমাধিস্থ
করলে কী ভূত লাল কাপড় পরে আসবে? #ভাবার বিষয় 😛

No comments:

Post a Comment